ফুলবাড়ীতে নৌকার জন্য ভোট চাইছেন বীর মুক্তিযোদ্ধারা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা মহাজোট ও আওয়ামীলীগ মনোনিত ণৌকা মার্কার প্রার্থী প্রথামিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র পক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে পৌর শহরে ব্যাপক গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নৌকা মাকায় ভোট প্রার্থনা করেন।

ছবি : প্রভাষক রীতা গুপ্তা

সারা দেশ

ফুলবাড়ীতে নৌকার জন্য ভোট চাইছেন বীর মুক্তিযোদ্ধারা

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ ডিসেম্বর, ২০১৮

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা গতকাল শুক্রবার সকাল থেকে নৌকা মার্কার ভোট চেয়ে পৌর শহরের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেছেন।

দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে লাগাতার ছয় ছয়বারের জাতীয় সংসদ সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সপ্তম বারের মহাজোট ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজারের পক্ষে মুক্তিযোদ্ধারা পৌর শহরের বিভিন্ন পাড়ামহল্লার ভোটারদের সাথে কুশল বিনিময় করে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদ আলী শাহ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন, বিডিআরের সাবেক সহকারি পরিচালক মো. মাহাবুবুল আলম, মোসাদ্দেক আলী শাহ, অম্বরিশ রায় চৌধুরী, আবুল কাশেম আকন্দ প্রমূখ বীর মুক্তিযোদ্ধারে নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পৌর শহরের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেকডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন ও শান্তির সুবাতাস বইছে, তাকে বিনষ্ট করার জন্য স্বাধীনতা বিরোধীরা একাট্টা হয়ে ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে নেমেছে। দেশে কোন ষড়যন্ত্রকারি স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয়কারিদের ভোট যুদ্ধে পরাজিত করে স্বাধীনতার বীর সেনানী রণাঙ্গনের সহযোদ্ধা এলাকার লাগাতার ছয় ছয়বারের জাতীয় সংসদ সদস্য, সরকারের সফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজারকে সপ্তম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখাতে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কার পক্ষে কাজ করছেন। ৩০ডিসেম্বরের নির্বাচনে নৌকার ভোট বিপ্লবের মাধ্যমে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই বীর মুক্তিযোদ্ধা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads