ফুলবাড়ীতে ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

ফুলবাড়ীতে ধান ক্ষেতের ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০২০

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানক্ষেতের ডোবার পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর রাজবংশীপাড়ায়। নিহত ইমন রাজবংশীপাড়ার রিকশা চালক আনিছুর রহমানের ছেলে।

ইমনের পরিবার ও এলাকাবাসী জানান, সকাল ১০ টায় মায়ের সাথে বাড়ীর পাশের কৃষিজমির মাঝখানের বাগানের পাতা কুড়াতে যায় শিশু ইমন। মা কাজের মধ্যে থাকায় এমন সময় মায়ের অগোচওে ইমন তার দুই সঙ্গীর সাথে পাশে খেলতে চলে যায়। খেলার এক পর্যায়ে ধানক্ষেতের ডোবার মধ্যে গোসল করতে নামে ইমনসহ তার সঙ্গীরা। এক পর্যায়ে ইমন ডোবার পানিতে ডুবে গেলে সঙ্গী দুইজন চিৎকার শুরু করে। শিশুদের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গিয়ে ইমনকে ডোবার পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমনকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads