ফুলপুরে পল্লীতে বাঘ এলাকাজুড়ে আতঙ্ক

ফুলপুরের পল্লীতে বিরল প্রজাতির বাঘ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুলপুরে পল্লীতে বাঘ এলাকাজুড়ে আতঙ্ক

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ জানুয়ারি, ২০১৯

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামের প্রয়াত মহেশ কোহালীর বাড়ির জঙ্গলে বাঘ অবস্থান নেওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, ধীরেন্দ্র দত্তের ছেলে মলয় দত্ত আজ বুধবার ভোরে গরু নিয়ে মাঠে যাওয়ার সময় তাদের জঙ্গলের পাশে বাঘ শুয়ে থাকতে দেখে। পরে কুকুর ও লোকজনের আনাগোনা বাড়লে বাঘটি ওই জঙ্গলের গাছে অবস্থান নেয়। এ সময় উৎসুক জনতা এসে ছবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিলে ফুলপুরসহ আশপাশ এলাকার শত শত লোক বাঘ দেখতে ঘটনাস্থলে ভীড় জমায়। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীসহ ফুলপুর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরই মধ্যে বাঘটি একটি গাছে দীর্ঘক্ষণ বসে থাকার পর জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বন বিভাগের সাথে যোগাযোগ করছে বলে জানা যায়। তবে দুপুর পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাঘটি আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ভারতের গারো পাহাড় থেকে পথ হারিয়ে বাঘটি লোকালয়ে এসে পড়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads