ফিটকিরির নামে কোটি টাকার শাড়ি প্রসাধনী আমদানি

সংগৃহীত ছবি

অপরাধ

ফিটকিরির নামে কোটি টাকার শাড়ি প্রসাধনী আমদানি

  • বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে, ২০১৮

ঈদ সামনে রেখে চোরাচালানি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। ফিটকিরি ঘোষণা দিয়ে ১ কোটি ১৫ লাখ টাকার শাড়ি, ফেব্রিক্স ও প্রসাধনীসামগ্রী আমদানি করায় ভারতীয় ট্রাকসহ একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বন্দরের ৩৪ নম্বর শেড এলাকা থেকে পণ্যবাহী ট্রাকটি কাস্টম হাউজে নিয়ে আসা হয়। শুক্রবার ট্রাক থেকে পণ্য নামিয়ে পরীক্ষা করে তার মধ্যে ২ হাজার ৭৮০ পিস উন্নতমানের শাড়ি, ৪২০ কেজি সিনথেটিক ফেব্রিক্স ও ৬৭০ কেজি ফেসক্রিম পাওয়া যায়।

এদিকে চালানটি আটক করার পর ওই চক্রটি কাস্টমস কর্মকর্তাদের টেলিফোনে ও গণমাধ্যমকর্মী দিয়ে ভয়ভীতিসহ বানোয়াট সংবাদ প্রকাশের হুমকি-ধমকি দিয়ে চলেছে। শুক্রবার পরীক্ষণ কর্মকর্তা, সহকারী কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে বিব্রতকর কল এসেছে।

কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ঢাকার ফারদিন ট্রেড ইন্টারন্যাশনাল নামে এক প্রতিষ্ঠান ভারত থেকে ৩০০ প্যাকেট (১৫ মেট্রিক টন) ফিটকিরি আমদানির জন্য ৪ এপ্রিল ব্যাংকে এলসি খোলে। এলসি নম্বর-১৮৯১১৮০১০০৫৬। পণ্যচালানটি নিয়ে ভারতীয় একটি ট্রাক বৃহস্পতিবার বিকালে বেনাপোল বন্দরে প্রবেশ করে। কিন্তু চালানে ফিটকিরির নামে উন্নতমানের শাড়ি ও থ্রিপিস আমদানি করা হয়েছে- এ ধরনের সংবাদের পরই কাস্টম হাউজের ইনভেস্টিগেশন রিসার্চ ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের একটি দল বাণিজ্যিক পণ্যের শেডগুলোসহ সন্দেহজনক ৩৪ নম্বর শেডের পাশে কৌশলে অভিযান চালায়। আনলোডের অপেক্ষায় থাকা ২৩টি ভারতীয় ট্রাক পর্যায়ক্রমে তল্লাশি করা হয়। রাত ৮টার দিকে ৩৪ নম্বর শেডের পিছন থেকে ভারতীয় ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকচালক ও এজেন্ট পালিয়ে যায়। পরে প্রাথমিক তল্লাশি করে ফিটকিরির পরিবর্তে উন্নতমানের শাড়ি ও সিনথেটিক ফেব্রিক্সের চালান দেখতে পাওয়া যায়। আটক পণ্যচালানটির মূল্য ট্রাকসহ ১ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৬৬৩ টাকা। এর মধ্যে মালের মূল্য ১ কোটি ১৪ লাখ ৮২ হাজার ৬৬৩ টাকা। শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল প্রায় ৬৫ লাখ টাকা বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads