প্রায় এক বছর আগে টি-এইচআর থ্রি নামের একটি হিউম্যানয়েড রোবট উন্মুক্ত করেছিল টয়োটা। অন্যান্য রোবটের সাথে এর পার্থক্য হলো এটি কাজ করে একজন অপারেটরের শারীরিক অঙ্গভঙ্গির ওপর ভিত্তি করে। অপারেটরের শরীরের বিভিন্ন অংশে স্থাপন করা থাকে বেশ কিছু কন্ট্রোলার। তার চোখে থাকে ভিআর ডিসপ্লে, যার মাধ্যমে তিনি রোবটের চোখে দেখতে পারবেন সবকিছু। কন্ট্রোলার পরিধান করা অবস্থায় অপারেটর যেসব কাজ করেন, রোবটটিও ঠিক একই কাজ করে। অর্থাৎ অপারেটরকে অনুকরণ করে থাকে এই রোবট।
গত বছর দূর থেকে নিয়ন্ত্রণের জন্য অপারেটরের শরীরে যুক্ত কন্ট্রোলারের সাথে রোবটটি যুক্ত করা হয়েছিল তারের মাধ্যমে। তবে এবার তারবিহীন ফাইভজি প্রযুক্তির মাধ্যমেই সেটি সম্ভব হয়েছে। জাপানের এনটিটি ডকোমোর ফাইভজি প্রযুক্তি ব্যবহার করে প্রায় দশ কিলোমিটার দূর থেকে রোবটটিকে পরিচালনা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে টয়োটা। এ সময় রোবটটি সম্পূর্ণভাবে নিজের দেহের ভারসাম্য রক্ষা করতেও সমর্থ হয়েছিল।
টয়োটা জানিয়েছে, রোগীকে সহায়তার পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিবেশে ব্যবহারের জন্য এ রোবটটি ব্যবহার করা হবে।