ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৯জন প্রার্থী।
রোববার (২১ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাছে প্রার্থীরা মনোনয়ন জমা দেন তারা।
এদিন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন মুহুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন- বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও আওয়ামী লীগ নেত্রী শারমিন আকতার নুপুর। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর নাজিমুদ্দিন সিদ্দিকী ও আনোয়ারুল হক।