সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবটির তোড়জোড় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। লেগেছে কেনাকাটার ধুম। পুরো পূজায় মায়ের অর্চনা থেকে শুরু করে অতিথি আপ্যায়নে নানা ধরনের অনুষঙ্গ প্রয়োজন হয়। এমনই কিছু অনুষঙ্গের দরদাম আর প্রাপ্তিস্থানের খোঁজখবর জানাচ্ছেন শফিকুল ইসলাম
কাঁসার বাসন-কোসন : পূজায় দেবীর বন্দনা থেকে শুরু করে বাড়িতে অতিথি আপ্যায়ন সব জায়গাতেই কাঁসার তৈজসপত্রের ব্যবহার বহু পুরনো। দেবীর আরতির থালা থেকে শুরু করে পূজার প্রায় প্রতিটি কাজে এমনকি অতিথি আপ্যায়নে কাঁসা বা পিতলের জিনিসের ব্যবহার চোখে পড়ার মতো। এর মধ্যে রয়েছে পূজায় ব্যবহার্য ঘণ্টা, কাশি, করতাল, পিতলের তৈরি দেবদেবীর মূর্তি, তুলসীপত্র, দ্বীপ, পঞ্চপ্রদীপ, পুষ্পথালা, ঘটি, আগরদানিসহ বিভিন্ন তৈজসপত্র। আর তাই এরই মধ্যে পুরান ঢাকার কাঁসার তৈজসপত্রের দোকানগুলো সরগরম হয়ে উঠছে। পাওয়া যাচ্ছে বিভিন্ন নকশার কাঁসার থালা, বাটি, ট্রে, চামচ, পানদানি ও মোমদানি। গৃহসজ্জার জন্যও রয়েছে বিভিন্ন শোপিস, প্রদীপ, সিঁদুরদানি ইত্যাদি। কাঁসার এসব জিনিস কিনতে হলে চলে যেতে পারেন বাংলাবাজার, শাঁখারি বাজার এবং এলিফেন্ট রোড বাটা সিগন্যালের দোকানগুলোতে। এ ছাড়া গুলশান ডিসিসি মার্কেটেও কাঁসার দোকান রয়েছে।
কাঁসা বা পিতলে তৈরি জিনিসগুলো সাধারণত ওজনের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা দরে কাঁসা এবং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পিতলের তৈরি পণ্যসামগ্রী। গ্লাস ১ হাজার ২০০, প্লেট ১ হাজার ৬০০ এবং থালা ১ হাজার ৬০ টাকা কেজি। কাঁসার তৈরি হাঁড়ি পাবেন ২ হাজার ৫০০ টাকা কেজি, গ্লাস ২ হাজার ২০০, প্লেট ২ হাজার ৫০০ এবং থালা ২ হাজার ২০০ টাকা কেজি।
ঝুড়ি-সাজি-ডালা : পূজা অর্চনার জন্য ফুল ও পাতা ছিটিয়ে দেওয়ার জন্য ছোট পাত্র, যা ফুলের সাজি নামে পরিচিত। মহিলারা পূজার জন্য এই সাজিতে ফুলপাতা নিয়ে মন্দিরে যায়।
শঙ্খ : পূজার অন্যতম একটি অনুষঙ্গ হলো শঙ্খ। হিন্দু সম্প্রদায়ের মানুষ শঙ্খ বাজিয়ে সাধারণত শুভ কাজের সূচনা করে থাকে। কারণ হিন্দুধর্মে শঙ্খের ধ্বনি পবিত্র বলে ধরা হয়। দেবী দূর্গার হাতেও শঙ্খ দেখা যায়। শঙ্খ আকৃতি অনুযায়ী কোনোটা হয়ে ওঠে পদ্ম শঙ্খ, বাদ্য শঙ্খ, জল শঙ্খ, গোমুখ শঙ্খ, সাধারণ শঙ্খ ইত্যাদি। রাজধানীর শাঁখারি বাজার শঙ্খ কেনাবেচার প্রধান কেন্দ্র। এ ছাড়া চট্টগ্রাম, ঝালকাঠি ও গৌরনদীতে শঙ্খ ব্যবসা প্রচলিত।
এ ছাড়া পূজা উদযাপনের অন্য উপকরণগুলোর মধ্যে রয়েছে- আলতা, ফলা, সিঁদুর, সুগন্ধি তেল, আগরবাতি, বড় ঘট, ছোট ঘট, পাতিল, মুচি ঘট, ধারা ঘট, পঞ্চপ্রদীপ, চামর, কর্পূর, প্রদীপগাছা, বিসর্জনের পাতিল, চাদর, শাড়ি, ধূতি কাপড়, পদ্মফুল, ফুলের মালা, বড় গামছা, ছোট গামছা, চণ্ডী, নবঘটের পতাকার কাপড়, বিচিত্র রঙের পুরোহিত বরণ কাপড়, আস্ত নারকেল, কবরি কলার ফানা, ঘটের তীর, ঘটের পাঁচ ফল, বেলের ডাল প্রভৃতি। পূজার এ-জাতীয় উপকরণগুলো রাজধানীর শাঁখারি বাজার ছাড়াও তাঁতীবাজার, ধোপাবাজার, মুচিবাজার, নিউমার্কেটসহ বিভিন্ন মন্দিরের আশপাশের দোকানে এসব প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে।