প্রেমিকসহ গোয়ায় প্রিয়াঙ্কা

প্রেমিককের সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

ছবি : ইন্টারনেট

বলিউড

প্রেমিকসহ গোয়ায় প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুন, ২০১৮

কিছুদিন আগে প্রেমিককে নিয়ে মুম্বাই এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। উদ্দেশ্য, মায়ের সঙ্গে প্রেমিককে পরিচয় করিয়ে দেওয়া। পরিচয় পর্ব সারতে এসে বেশ আনন্দেই আছেন প্রিয়াঙ্কার প্রেমিক নিক। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিও দেখে এমনটাই বোঝা যাচ্ছে। জানা গেছে, হবু শাশুড়ির সঙ্গে ডিনার থেকে শুরু করে শ্যালিকার সঙ্গে চুটিয়ে মাস্তি করছেন মার্কিন এ গায়ক।

প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে ডিনার পর্ব শেষে নিক এখন গোয়ায়। সঙ্গে রয়েছেন শ্যালিকা পরিণীতি চোপড়া। গোয়ায় নিক ও পরিণীতির সঙ্গে একফ্রেমে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সেখানে ‘টিপ টিপ বর্ষা পানি’ গানের সঙ্গে কোমর দুলিয়েছেন তারা। এমনই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল দুনিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনরা বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রেমিক নিক প্রিয়াঙ্কার চেয়ে দশ বছরের ছোট হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রিয়াঙ্কার মা। প্রিয়াঙ্কা-নিক সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় কি না, সেটি দেখার অপেক্ষায় পুরো বলিউড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads