প্রিয়শপে মিলবে বাংলাদেশ দলের জার্সি

ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

প্রিয়শপে মিলবে বাংলাদেশ দলের জার্সি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৯ মে, ২০১৯

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের অফিসিয়াল জার্সি মিলছে ই-কমার্স প্ল্যাটফর্ম প্রিয়শপ ডটকমে। গ্রাহকরা প্রিয়শপ থেকে বিশ্বকাপের অফিসিয়াল জার্সি কিনলে পাবেন ফ্রি ডেলিভারি সুবিধা।

প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, বাংলাদেশিদের প্রিয় একটি খেলা ক্রিকেট। আর বিশ্বকাপে সবাই ক্রিকেট খেলা নিয়ে মেতে থাকে। তাই প্রিয়শপ গ্রাহকদের জন্য বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি নিয়ে হাজির হয়েছে। গ্রাহকদের জন্য থাকবে ফ্রি ডেলিভারির সুবিধা সারা দেশে।

অফিসিয়াল জার্সির মূল্য ১ হাজার ১৫০ টাকা। রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ জার্সি মূল্য ৮৭৫ টাকা। bit.ly/2DV3eQ7 ওয়েবসাইট থেকে কেনা যাবে জার্সি।

প্রিয়শপ লক্ষাধিক পণ্যের পসরা নিয়ে সাজিয়েছে সাইটটি। বর্তমানে লাইফ স্টাইলের এ-টু-জেড পণ্যই মিলবে এই সাইটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads