প্রাথমিকে ভর্তির বয়স কমছে : সচিব

সংগৃহীত ছবি

শিক্ষা

প্রাথমিকে ভর্তির বয়স কমছে : সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০১৯

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে শিশুদের ভর্তির বয়স এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করা হবে।

রোববার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে দেওয়া এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে সচিব বলেন, কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক-প্রাথমিক (শিশু শ্রেণি) শ্রেণিতে শিশুদের জন্য নির্ধারিত বর্তমান বয়স পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। উল্লেখ্য, ২০১৮ সালের ৫ এপ্রিল দৈনিক বাংলাদেশের খবরে ‘কেজি স্কুলকে বাগে আনতে প্রাথমিকে নার্সারি’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। ওই সংবাদেই বলা হয়েছিল প্রাথমিকে ভর্তির বয়স কমানোর পরিকল্পনা নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রায় এক বছর পর এসে মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ইঙ্গিত পাওয়া গেছে গতকালের অনুষ্ঠানে দেওয়া সচিবের বক্তৃতায়।

সচিবকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পেরেছে, মানসম্মত শিক্ষা অর্জন করা এখন সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জন করতে হলে দুর্নীতিমুক্ত শিক্ষা ক্ষেত্র তৈরি করতে হবে। দুর্নীতিকে শূন্যের কোটায় নিয়ে আসতে হবে।

প্রাথমিকের শিক্ষকদের বেতন বৈষম্য ‘অচিরেই’ নিরসন করা হবে জানিয়ে সচিব বলেন, শিগগিরই দীর্ঘদিনের কাঙ্ক্ষিত নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরো ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

অনুষ্ঠানে উন্নত জাতি গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূলভিত্তি। বর্তমান সরকার ভবিষ্যতে মেধাসম্পন্ন মানুষ তৈরির জন্য মায়েদের অপুষ্টি দূর করতে মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতাও কামনা করেন নতুন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads