এশিয়ান গেমস ও সাফ ফুটবলের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়ায় নিজেদের প্রথম প্রীতি ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। গতকাল মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে দ্বিতীয় বিভাগের দল গুয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরে যায় লাল-সবুজরা। ম্যাচের প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে আরো একটি গোল হজম করে জেমি ডে’র শিষ্যরা। ম্যাচে হারলেও শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ।
এশিয়াডে অংশ নিতে চলতি মাসেই ইন্দোনেশিয়ার জাকার্তায় যাবে বাংলাদেশ দল। আসন্ন এ আসর ও ঘরের মাঠে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দীর্ঘদিন ধরেই অনুশীলন করছে জাতীয় দল। বিকেএসপিতে দুই মাসের ক্যাম্প শেষে গত মাসে কাতারে দুই সপ্তাহের আবাসিক ক্যাম্প করেছিল জেমি ডে’র শিষ্যরা। সেখানে স্থানীয় দ্বিতীয় বিভাগের একটি দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল লাল-সবুজরা। সেখান থেকে একটি ম্যাচে ড্রয়ের স্বস্তি নিয়ে দেশে ফিরে আসে মামুনুল-শাহেদ-আশরাফুলরা। দেশে ফিরেও দল ছিল অনুশীলনে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচও খেলে। সে ম্যাচে আবারো ড্র করে জাতীয় দল। এরপর গত রোববার আবারো দক্ষিণ কোরিয়ায় চলে যায় টিম বাংলাদেশ। ইংলিশ কোচ জেমি ডে’র প্রত্যাশানুযায়ী বিদেশে প্রস্তুতির আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দক্ষিণ কোরিয়ায় স্থানীয় ক্লাবের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। গতকাল তিন ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় স্বাগতিক ক্লাব গুয়াংজু এফসির বিরুদ্ধে মাঠে নামে মামুনুল-জামাল ভূঁইয়ারা। ম্যাচের ২২ মিনিটেই গোল হজম করে সফরকারীরা। ফরোয়ার্ড চংয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্লাব গুয়াংজু এফসি। প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ চার চারটি সুযোগ পেয়েছিল। কিন্তু একটি সুযোগও কাজে লাগাতে পারেনি মামুনুল-জামালরা। ৩৩ মিনিটে একটি গোলও করেছিল বাংলাদেশ। কিন্তু সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ম্যাচটি যে সহজ হবে না তা আগেই অনুমেয় ছিল। কারণ স্বাগতিক ক্লাবটি রয়েছে ম্যাচ খেলার মধ্যে।
দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিরুদ্ধে নতুন একাদশ মাঠে নামান জেমি ডে। শিষ্যদের পারফরম্যান্স যাচাই করার জন্যই ২২ জনকে খেলান তিনি। এ অর্ধেও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ দল। সেটিও ব্যর্থ হয়েছে। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে (৯৩ মিনিটে) গুয়াংজু এফসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাবিও ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। তবে ম্যাচে হারলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ জেমি ডে। প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে হতাশ নন তিনি। কারণ এ ম্যাচের মধ্য দিয়ে ফুটবলারদের ফিটনেস লেভেল ও ভুলগুলো পরখ করে দেখছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া থেকেই এশিয়াডে অংশ নিতে ইন্দোনেশিয়ায় চলে যাবে জাতীয় দল।