বাংলাদেশ, ভিয়েতনাম এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী ফ্রন্টিয়ার মার্কেটগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং প্রযুক্তির বিশ্ব বিপ্লবে এসব দেশ অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। সম্প্রতি সিলিকন ভ্যালিতে গ্লোবাল ক্যাপিটাল সামিটে ‘মেকিং দ্য মোস্ট অব টেক রেভলিউশনস ইন ফ্রন্টিয়ার মার্কেটস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন তিনি। এ সময় তিন শতাধিক ভেঞ্চার ক্যাপিটালিস্ট, বিনিয়োগকারী, নতুন প্রযুক্তি কোম্পানি এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
শামীম আহসান বলেন, ‘ফ্রন্টিয়ার এবং উদীয়মান বাজারে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রযুক্তি উদ্ভাবনে ব্যাপক উন্নয়নের কারণে এ অঞ্চল গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটালিস্টদের জন্য আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত অর্থনীতির দেশগুলোর তুলনায় কম উন্নত অর্থনীতির বাজারগুলো গ্লোবাল ম্যাক্রো ইকোনমি দ্বারা কম প্রভাবিত হয়, তাই কম উন্নত দেশগুলোতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ।’
গ্লোবাল ক্যাপিটাল সামিট এফ৫০ দ্বারা পরিচালিত- যা উত্তর আমেরিকার সর্বাধিক সম্ভাবনাময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ এবং বিশ্ব বাজারে উন্নয়নের মাধ্যমে এসব কোম্পানির উন্নয়নে ভূমিকা রাখে। এ কাজে তারা তাদের ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি, করপোরেট এবং কৌশলগত বিনিয়োগকারীদের নেটয়ার্কের সহায়তা নেয়। এ সামিটের বিভিন্ন অধিবেশনে উদীয়মান বাজার, বৈদেশিক বিনিয়োগ, এআই এবং ব্লকচেইন প্রযুক্তির ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ডিজিটাল স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের জন্য উদ্ভাবন এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।