প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি

আসন্ন একাদশ সংসদ নির্বাচন

নির্বাচন

প্রতিশ্রুতির চেয়ে অভিযোগ বেশি

  • তপু রায়হান
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার শুরু হয়েছে গত সোমবার থেকেই। তাদের গণসংযোগ ইতোমধ্যে উত্তাপও ছড়াতে শুরু করেছে ভোটের মাঠে। তবে গণসংযোগে গিয়ে প্রার্থীরা ভোটারদের প্রতিশ্রুতি যতটুকু দিচ্ছেন তার চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগই করছেন বেশি। ফলে অনেক এলাকায় ঘটছে হামলা-পাল্টাহামলার ঘটনা। ভোটের উৎসব রূপ নিচ্ছে আতঙ্কে। এই অবস্থায় আয়োজক সংস্থা নির্বাচন কমিশন  (ইসি) বিব্রত বোধ করছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগের এই সংস্কৃতি নির্বাচনকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

প্রচারণার তৃতীয় দিনে একদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দলটিও নেমেছে আনুষ্ঠানিক প্রচারে। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। তবে নিজ নিজ এলাকায় থাকা প্রার্থীদের প্রচারণা চলেছে আগের দুই দিনের মতোই। বেশিরভাগ প্রার্থীই করেছেন গণসংযোগ, পথসভা কিংবা কর্মিসভা। সেই সময়েই তারা ভোট চাইতে গিয়ে নিজেদের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন তার চাইতে বেশি করেছেন

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads