বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বুয়েট) অনুষ্ঠিত "রোবো কার্নিভাল -২০১৯" এ ‘প্রজেক্ট শো’ ক্যাটাগরিতে বুয়েটের পাঁচটি টিমসহ দেশ সেরা সব বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের "রেবোগ্যাংটিম"।
এ ব্যাপারে ইইই বিভাগের “রোবোগ্যাংটিম” এর সদস্য মেহেদী হাসান জানান, আমরা খুবই আনন্দিত যে “রোবোকার্নিভাল - ২০১৯” এর মত একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এ গৌরব ছিনিয়ে আনতে পেরেছি। ভবিষ্যতে আমাদের স্বপ্ন আন্তর্জাতিক পর্যায়ের বিজয় আনা এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।
উল্লেখ্য, গত ১৭ ও ১৮ জানুয়ারি জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতার আয়োজন করে বুয়েট রোবোটিকস সোসাইটি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ প্রতিযোগী।