প্রচারণায় সরগরম ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ছবি : সংগৃহীত

রাজনীতি

২৫ পদে প্রার্থী ২২৯

প্রচারণায় সরগরম ক্যাম্পাস

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৪ মার্চ, ২০১৯

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিকালে এ তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী ডাকসুর ভিপি, জিএসসহ মোট ২৫ পদে ২২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রকাশিত তালিকায় দেখা যায়- সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ২১ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী রয়েছেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমন রুম ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৪ জন এবং সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের জন্য গত ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অফিস থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় এবং ১৮টি হল সংসদের জন্য মোট ৫৯৪টি মনোনয়ন সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসারের কাছে জমা পড়ে। ওইদিন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করা ২৩৮ জনের মধ্যে ২৩১ জন ওই তালিকায় স্থান পান। প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সংসদের ৭ জন ও হল সংসদের ২৪ প্রার্থীকে। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া ৭ জনের মধ্যে আপিলে ৫ জন প্রার্থিতা ফিরে পান। ডাকসু নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

প্রাথমিক প্রার্থী তালিকায় বাদ পড়াদের মধ্যে স্বতন্ত্র ভিপি প্রার্থী আবদুল্লাহ জিয়াদ, বাম জোটের পক্ষ থেকে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজীর, স্বতন্ত্র জিএস প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি এআরএম আসিফুর রহমান ও সদস্য প্রার্থী শাফায়াত হাসনাইন সাবিত চূড়ান্ত তালিকায় তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ফলে নির্বাচনের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। গতকাল কেন্দ্রীয় লাইব্রেরি, কলাভবন, মধুর ক্যান্টিনে প্রচারণা চালান ছাত্রলীগ, ছাত্রদলসহ প্রগতিশীল ছাত্রজোটের প্রার্থীরা। এ সময় তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য কী কী করবেন, তা তুলে ধরেন। সেই সঙ্গে মিছিল-মিটিং করছেন প্রার্থী ও সমর্থকরা।

বিশ্ববিদ্যালয় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads