রুমাই নোভিয়া। ফ্যাশন মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন। ২০১৩ সালে ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন। নামের সঙ্গে জুড়ে গিয়েছিল ‘আইটেম গার্ল’ তকমা। এতে বেশ ক্ষিপ্তও ছিলেন তিনি। নোভিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ক্রাইম রোড’। তরুণ সমাজের মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা সায়মন তারিক।
প্রায় দুই বছর নতুন কোনো ছবি নেই নোভিয়ার হাতে। জানতে চাইলে বলেন, আমি আসলে খুব বেছে বেছে কাজ করছি। মনের মতো গল্প বা চরিত্র না পেলে কাজ করছি না। ভালো গল্পের ছবির জন্য আমি অপেক্ষা করতেও রাজি আছি। আর এই মুহূর্তে রুবেশ আনুশের ‘প্রেম কাহন’ ছবির কাজ চলছে। নভেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন পরিচালক।
চরিত্রের প্রয়োজনে পোশাকে ছাড় দিতে প্রস্তুত এই অভিনেত্রী। এ কথা জানিয়ে তিনি বলেন, ‘চরিত্র ও ভালো গল্পের প্রয়োজনে অভিনয়, অ্যাকশন আর পোশাক নিয়ে আমার কোনো সীমাবদ্ধতা নেই। তবে শুধু শুধু শরীর দেখানো নয়, যদি চরিত্রের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি পোশাকে ছাড় দেব।’
সম্প্রতি ‘দোষী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নোভিয়া। ভিন্নধর্মের দুই তরুণ-তরুণীর প্রেমকাহিনী নিয়ে এটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। নোভিয়া জানান, এতে তার বিপরীতে রয়েছেন শিশির। সূর্য্যের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন শাওন খান। এতে কণ্ঠ দিয়েছেন রবি কিরণ। আসছে ঈদে গানটি প্রকাশ করার কথা রয়েছে।