সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

পে পার ইউজে সর্বোচ্চ সীমা ৫ টাকা ১ জুনের মধ্যে কার্যকরের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে, ২০১৮

পে পার ইউজ পলিসিতে ইন্টারনেট ব্যবহারের সর্বোচ্চ সীমা ৫ টাকা নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মোবাইল অপারেটরগুলোকে আবারো নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মোবাইল অপারেটরগুলোকে সোমবার পাঠানো এক চিঠিতে ১ জুন থেকে এ নির্দেশনা কার্যকর করতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, পে পার ইউজ পলিসিতে ইন্টারনেট ব্যবহারে ৫ টাকার বেশি চার্জ আরোপের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে মেসেজ বা ইউএসএসডির মাধ্যমে সম্মতি নিতে হবে। তবে এ পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহারে গ্রাহকের সম্মতি থাকলেও এক মাসে ২০০ টাকার বেশি চার্জ করা যাবে না।

এর আগে ফেব্রুয়ারিতে পে পার ইউজ পদ্ধতিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকার বেশি চার্জ না করার বিষয়ে মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা পাঠায় বিটিআরসি, যা ১ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়েছিল। তবে কোনো মোবাইল অপারেটরই এ নির্দেশনা কার্যকর করেনি।

সে সময় অপারেটরগুলোর সংগঠন অ্যামটব এ বিষয়ে দ্বিমত জানিয়ে পুনরায় আলোচনার জন্য বিটিআরসির কাছে প্রস্তাব দেয়। কেবলমাত্র গ্রাহকের কাছ থেকে নির্দেশনা পেলেই পে পার ইউজ ডাটা বন্ধ করবে অপারেটর, এমন কথাও বলা হয়েছিল তাদের পক্ষ থেকে। তবে অপারেটরদের এমন প্রস্তাবে সায় দেয়নি বিটিআরসি। জানা গেছে, পরবর্তীতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি উত্থাপন করে অপারেটরগুলো। তবে সেখানেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads