পুলিশের শীর্ষ পর্যায়ের আরো ২২ কর্মকর্তার পদোন্²তি হয়েছে। এর মধ্যে পাঁচজন ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে এবং ১৭ জন অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্²তি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে তাদের পদোন্²তির ফাইলটি প্রজ্ঞাপনের অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি ওই ২২ জনের পদোন্²তির প্রস্তাব পুলিশ সদর দফতর থেকে পাঠানোর পর ইতোমধ্যে সেটি এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) সুপারিশ করে। এরপর সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে। পুলিশ সদর দফতরের সূত্রটি জানিয়েছে, যেকোনো মুহূর্তে প্রজ্ঞাপন হিসেবে জারি করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্রমতে, ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্²তিপ্রাপ্তরা হচ্ছেন পুলিশ সদর দফতরের ডিআইজি রওশন আরা, টিডিএস’র কমাড্যান্ট মেজবাহ উদ্দিন, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি হিসেবে (চলতি দায়িত্বে) ইকবাল বাহার, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মোশাররফ হোসেন ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরেশি। প্রজ্ঞাপনের পরে তাদের আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারী পদায়ন করবেন।
আর ডিআইজি পদে পদোন্²তিপ্রাপ্ত ১৭ অতিরিক্ত ডিআইজির মধ্যে পুলিশ সদর দফতর (ডিআইজি প্রশাসন ও স্পেশাল ম্যানজেমেন্টের) চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমানসহ কমপক্ষে ১০ জন জনই বিভিন্² স্থানে ডিআইজি (চলতি দায়িত্ব) পালন করছেন। এদের পদোন্²তি কার্যকর হলে আইজিপি যেখানে পদায়ন করেন ডিআইজি হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছে সূত্রটি।
আরো পদোন্²তি (সুপারনিউমারারি)
গত ৪ জুলাই পুলিশ সদর দফতর থেকে পুলিশের ৪৯৫ কর্মকর্তাকে সুপারনিউমারারি পদোন্²তি দেওয়ার প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল। প্রস্তাবিত ৪৯৫ জনের বিপরীতে ২৩০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টির জন্য গত ৩১ অক্টোবর (২০১৮) জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্মতি দেয়। এরপর বিষয়টি প্রশাসনিক উন্²য়নসংক্রান্ত সচিব কমিটিতে সুপারিশের জন্য উপস্থাপন করা হয়। সচিব কমিটির অনুমোদনের পর প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদনের জন্য পাঠানো হয়। সম্প্রতি ওই ফাইলটি প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে।
বদলি
দুই সপ্তাহ আগে তিনজন অ্যাডিশনাল আইজিকে বদলি করা হয়। এর মধ্যে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে, অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি পদে ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়।
আরো ব্যাপক বদল আসছে
শিগগিরই পুলিশে আরো ব্যাপক রদবদল আসছে। তবে নির্বাচনের সময় ড. জাবেদ পাটোয়ারীই আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তফসিল ঘোষণা এবং নির্বাচন এই দুইয়ের মাঝামাঝি সময়ে পুলিশে ব্যাপক রদবদল হবে বলে জানান পুলিশ সদর দফতরের সিনিয়র তথ্য কর্মকর্তা একেএম কামরুল আহসান। তিনি জানান, ওই সময়ের রদবদলটা পুলিশ সুপার এবং ওসি পর্যায়ে হবে। প্রায় সব পুলিশ সুপার এবং অধিকাংশ থানার ওসি পদে রদবদল হতে পারে। সেটি যেকোনো জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সুপারিশে হয়ে থাকে।