পুলিশের তিন কর্মকর্তাকে বদলীর আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাশাপাশি নারায়ণগঞ্জের এসপি মো. আনিসুর রহমানকে সহকারি পুলিশ মহা পরিদর্শক হিসেবে ঢাকায় পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।
এছাড়া বরিশালের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
এ তিন কর্মকর্তা বদলি বা পদায়নের বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি দিয়েছে বলে ইসির কর্মকর্তারা জানান।
২০ দলীয় জোটের অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ এসপি আনিসুর রহমানকে পুলিশ সদর দফতরে বদলী করা হয়।





