অপরাধ

পুলিশকে টার্গেট করেই হামলা : ডিএমপি কমিশনার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশকে টার্গেট করেই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। আজ রোববার ডিএমপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, পুলিশের উপর ক্ষোভ থেকেই এ হামলা চালানো হচ্ছে। মনোবল ভেঙে দিতেই পুলিশকে টার্গেট করা হচ্ছে। হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করলেও সুনিশ্চিত কোনো ভিত্তি নেই।

ডিএমপি কমিশনার আরো বলেন, দেশীয় ও আন্তর্জাতিকভাবে আমরা সন্ত্রাসবাদ দমনে কাজ করছি।

তিনি বলেন, আতঙ্কের কোনো কারণ নেই। তাদের সক্ষমতা আমরা নষ্ট করেছি। বিচ্ছিন্নভাবে এ হামলার ঘটনাগুলোর বিষয়ে তদন্ত চলছে। সন্ত্রাসীদের মাথা চাড়া দিতে দেয়া হবেনা। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে একটি গোষ্ঠী এ জাতীয় হামলা চালাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads