ফেসটাইমের ত্রুটি শনাক্ত করা থম্পসন নামের সেই বালককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে অ্যাপল। পুরস্কারের পাশাপাশি তার পড়ালেখার সব খরচ দেবে অ্যাপল।
অ্যাপল জানায়, ত্রুটি ধরার জন্য থম্পসনকে পুরস্কার দেওয়া হবে। ১৪ বছরের থম্পসনের শিক্ষার জন্য বাড়তি পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল।
এর আগে গত বৃহস্পতিবার অ্যাপটিতে আপডেট আনে অ্যাপল। এবারে সফটওয়্যার আপডেটে থম্পসন এবং আরলিংটনের ড্যাভেন মরিসকে ক্রেডিটও দিয়েছে অ্যাপল।
এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ত্রুটির ব্যাপারটি সামনে আসায় আমরা এ বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখছি এবং এ বিষয়ে আরো গবেষণা চলছে। খুব তাড়াতাড়ি ফেসটাইম অ্যাপে ও সার্ভারে আপডেট আনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত ভিডিও কল করার সময় অন্য প্রান্ত থেকে কল রিসিভের আগেই অডিও শোনা যাচ্ছিল যা থম্পসন ধরে ফেলে।
এর আগে এমন ত্রুটি নিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের ডেমোক্র্যাট দলের দুজন প্রতিনিধির কাছে জবাব দেওয়ার দাবি করা হয়েছে।
এটি সমাধানে আশ্বাস দিয়ে যে সময় নিয়েছে অ্যাপল তাতে তারা ‘বিচলিত’ বলেও জানান।
এর আগের সপ্তাহেই অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, সফটওয়্যারের ত্রুটি কীভাবে আরো ভালোভাবে সমাধান করা যায় তার পরিকল্পনা করা হচ্ছে।