পীরগঞ্জ উপজেলায় আমন ধান ক্ষেতে পাতা মোড়া রোগ ও পোকার আক্রমণ শুরু হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষকেরা।
জানা গেছে, চলতি বছর আবহাওয়া অনূকূলে থাকায় কৃষক মনের আনন্দে আমন চারা রোপন করেন। যথাসময়ে সার প্রয়োগ করতে পারায় ধান গাছগুলো লকলকে ও সতেজ হয়ে উঠে। এতে করে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও পরে বৈরি আবহাওয়ার কারণে পোকার আক্রমণ দেখা দেয়। কৃষক আক্রান্ত জমিগুলোতে বিভিন্ন ব্রান্ডের কীটনাশক প্রয়োগ করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না। অনেক জমিতে ধানগাছগুলো বিবর্ণ হয়ে পড়েছে।
ওসমান পুর গ্রামের শান্ত মণ্ডল ও দুলাল মিয়া জানায়, তার ধানক্ষেতগুলো পাতামুড়ে বিবর্ণ হওয়াসহ ক্রমান্বয়ে রোগাক্রান্ত হয়ে পড়ছে। বাইরে ক্ষেতের ধানগাছগুলো সতেজ ও লকলকে মনে হলেও জমির মধ্যে প্রবেশ করলে রোগাক্রান্ত গাছগুলো চোখে পড়ে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও তেমন ফল পাচ্ছি না।
এ নিয়ে উপজেলা কৃষি অফিসার সমীর ঘোষ জানান, এ বছর এ উপজেলায় ২৭ হাজার ৮৫৬ হেক্টর জমিতে আমন চারা রোপন করা হয়েছে। বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিলেও কিছু কিছু জমিতে পাতা মোড়া রোগ দেখা দিলেও ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন একটা নেই। কৃষকদের কীটনাশক ব্যবহারের পরামর্শ নিয়ে উপসহকারী কৃষি অফিসাররা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন।