'টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন-হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত 'এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে ও ইএসডিও, ব্রাক, আইটিই ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সোমবার সকালে একটি র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ জনস্বাস্থ্য অধিদফতরের সহকারী প্রকৌশলী জিয়াউল হক সরকার,উপ সহকারী প্রকৌশলী আল মামুন, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।