পিরোজপুরে ৫ আসামি গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলায় ফরিদপুরে গ্রেফতার ৫ জন

প্রতীকী ছবি

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধ

পিরোজপুরে ৫ আসামি গ্রেফতার

  • পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে, ২০১৮

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- হেতালিয়া গ্রামের ফজলুল হক হাওলাদার (৭৫), আবদুল মান্নান হাওলাদার (৭৪), আজহার আলী হাওলাদার ওরফে আজু মুন্সি (৮৮), আশরাফ আলী হাওলাদার (৬৭) ও চরখালী গ্রামের মো. মহারাজ হাওলাদার ওরফে হাত কাটা মহারাজ (৬৮)।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, সোমবার আসামিদের নিজ বাড়ি থেকে পিরোজপুর ডিবি পুলিশ গ্রেফতার করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

২০১৫ সালের ৬ অক্টোবর পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভাণ্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads