পার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহাদ আলী হুদ্দু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আহাদ আলী হুদ্দু হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামের বাবু শেখের ছেলে।
বৃহস্পতিবার রাতে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্ব ঢাকুলা কাপাশিকোপা গ্রামের তিন একর জমি ওয়াকফ এর জমি দখল নিয়ে বৃহস্পতিবার রাতে ৫/৭ জন চৌপথি বাজার থেকে হুদ্দুকে ধরে পাশের জমিতে নিয়ে গিয়ে মারধর করে। পরে বাজারের লোকজন গিয়ে হুদ্দুকে উদ্ধার করে প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে অাটক করা হয়েছে।