পাবনায় আ.লীগের সংঘর্ষে নিহত দুজনের মরদেহ নিয়ে বিক্ষোভ

পাবনা ম্যাপ

রাজনীতি

পাবনায় আ.লীগের সংঘর্ষে নিহত দুজনের মরদেহ নিয়ে বিক্ষোভ

বিচার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ডিসেম্বর, ২০১৮

পাবনার ভারাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত দুজনের মৃতদেহ নিয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে শহরে এ বিক্ষোভ হয়। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দাবি করে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ খানের ফাঁসি চেয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন।

ময়নাতদন্ত শেষে নিহত লস্কর খান ও আবদুল মালেকের মরদেহ গতকাল মঙ্গলবার দুপরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপর বিক্ষোভ হয়। এ সময় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলিতে ভারাড়ায় গত সোমবার দুজন নিহত হন। তাদের মরদেহ নিতে ভাড়ারা এলাকা থেকে কয়েক হাজার নারী-পুরুষ গতকাল সকাল থেকে পাবনা জেনারেল হাসপাতালে ভিড় করেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহত লস্কর খানের ছেলে সুলতান খান বলেন, বিগত ইউপি নির্বাচনে আবু সাইদ খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় আমার ওপর ক্ষিপ্ত হন তিনি। এরই জেরে আমাকে হত্যার উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় আবু সাইদ সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। নির্বিচারে গুলি চালিয়ে আমার বাবা ও চাচাকে হত্যা করেছে। ইতোপূর্বে ২০১৬ সালে আমার ও আমার লোকজনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয় আবু সাইদ।

তবে ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান বলেন, সোমবারের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। সুলতান আওয়ামী লীগের কেউ নয়, তার পরিবার জামায়াত-বিএনপির এজেন্ট এবং তিনি জাসদ করতেন।

পাবনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন বলেন, সুলতান আহমেদ দুই বছর আগে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তবে এই ঘটনা রাজনৈতিক নয়, ব্যক্তিগত।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) জালাল উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যার সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত থানা মামলা হয়নি। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads