আনন্দ বিনোদন

পাপ কাহিনি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

শুরু হয়েছে ‘পাপ কাহিনি’ ছবির চিত্রায়ণ। বুধবার থেকে রাজধানীর উত্তরাতে শুরু হয়েছে নতুন এ ছবির দৃশ্যধারণ। পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ছবিটিতে অভিনয় করছেন ইমন, সোহানা সাবা ও তমা মির্জা। তাদের সঙ্গে রয়েছেন বিপাশা কবির, আনিসুর রহমান মিলন ও শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

দুই সেলিব্রেটি বোনকে নিয়ে নির্মিত হয়েছে এ ছবির গল্প। গল্পে দেখা যাবে, কোনো এক কারণে এক বোন নিখোঁজ হয়ে যায়। আর এই রহস্য বের করার দায়িত্ব পড়ে ডিবি অফিসারের ওপর। রহস্য উদ্ঘাটন করতে গিয়ে গল্প মোড় নেয় অন্যদিকে।

দুই বোনের চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা ও তমা মির্জা। দুই বোনের বিপরীতে থাকছেন ইমন। টিভি উপস্থাপকের ভূমিকায় অভিনয় করছেন জয়। ডিবি অফিসার রূপে দেখা যাবে মিলনকে। অন্যদিকে, চলচ্চিত্র প্রযোজকের চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম।

ছবিটির প্রযোজনা করছেন যুবরাজ খান। পরিচালনা ছাড়াও কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন শাহরিয়ার নাজিম জয়। এর আগে তিনি নির্মাণ করেছেন ‘প্রার্থনা’ ও ‘অর্পিতা’ নামে দুটি ছবি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads