প্রতিটি হত্যাকাণ্ড বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ২১ আগস্টের পর তিন বছর ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু বিচার করেননি। এখন পাপের ফল ভোগ করতে হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে তিনি এ সব কথা বলেন।
নাসিম বলেন, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল তা এই বিচারের মাধ্যমে পূরণ হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
গত বুধবার বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এ ছাড়া বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়।
এদিকে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রায়কে ‘ফরমায়েশি ও রাজনৈতিক প্রতিহিংসার’ রায় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করে বিএনপি।
বৈঠকে ১৪-দলীয় জোটের অন্যতম নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি এ রায়কে ফরমায়েশি রায় বলছে। তারা এ রায়ের পর এতটুকু বদলায়নি। এ রায়ে জজ মিয়া নাটক প্রমাণিত হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।