পানিতে নেমে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

জলাবদ্ধতা নিরসনের দাবি

পানিতে নেমে মানববন্ধন

  • জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা)
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০২০

স্থায়ী জলাবদ্ধতা সমাধানের দাবিতে ভবদহের পাড়ের হাজারো নারী-পুরুষ মানববন্ধন করেছে। গত সোমবার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন পালিত হয়।

জানা গেছে, পলি জমে শ্রী, হরি নদী ভরাট হয়ে যাওয়ায় এ বছর এক বিন্দু পানি নিষ্কাশন হচ্ছে না। যার দরুন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে প্রায় একশ গ্রাম পনিতে তলিয়ে গেছে। রান্নাঘরে পানি, পানিতে সয়লাব গোয়াল ও শিক্ষাপ্রতিষ্ঠানে। পানি উঠেছে ধর্মীয় উপাসনালয়ে। এই পানি সরানোর দাবিতে ফুঁসে উঠেছে পানিবন্দি মানুষ। আর এ দাবিতে কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন হাজারো নারী-পুরুষ। এ সময় তারা বিভিন্ন স্লোগান ও হাতে ‘ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই’, ‘ত্রাণ চাই না, পানি সরাও’ লেখা প্ল্যাকার্ড বহন করে।

মানববন্ধনে বক্তব্য দেন রণজিৎ বাওয়ালী, ইকবাল কবির জাহিদ, যুগ্ম গাজী আব্দুল হামিদ, চৈতন্য পাল, অনিল বিশ্বাস, কনৌজ চণ্ডাল, শিবুপদ বিশ্বাস, কানু বিশ্বাস, মানব মন্ডল, কার্তিক বকশি, রাজু আহমেদ,লদার. অনির্বান ধর প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads