পাইকগাছার ভাঙ্গন কবলিত এলাকার অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন

পাইকগাছার ভাঙ্গন কবলিত এলাকার অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন ইউএনও জুলিয়া সুকায়না।

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাইকগাছার ভাঙ্গন কবলিত এলাকার অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর, ২০১৯

পাইকগাছার ৯-১৬ নং পোল্ডারের মধ্যদিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের ডান তীরে রাড়ূলী জেলে পল্লীর ভাঙ্গন কবলিত এলাকার ভাঙ্গন প্রতিরোধ ও অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন ইউএনও জুলিয়া সুকায়না।

পানি উন্নয়ন বোর্ডের আওতায় ২৯০ মিটার ভাঙ্গন কবলিত এলাকার প্রতিরক্ষা কাজের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা। এ কাজে পাউবো কর্তৃপক্ষ তাদের নিজস্ব বস্তা ব্যবহার করছে। প্রতিরক্ষা কাজটি বাস্তবায়ন করছে এইচএইচ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভরাট, ডাম্পিং ও প্যালাসাইটিং এর কাজ করবে।

উল্লেখ্য, কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গনে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছিল জেলে পল্লীর অর্ধশতাধিক পরিবার। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও ইউএনও জুলিয়া সুকায়না ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহ বিভিন্ন সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরিদ উদ্দীন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, ইউপি সদস্য জাহান আলী সরদার, আব্দুস সাত্তার, আব্দুল হামিদ ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads