পর্দায় ফিরছেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত

ঢালিউড

পর্দায় ফিরছেন অপু বিশ্বাস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০১৯

গত দুই বছর ধরে শাকিবের সঙ্গে বিয়ে-ডিভোর্স নিয়েই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিনয় নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না বললেই চলে। অবশেষে পর্দায় ফিরছেন বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের দাপুটে এই অভিনেত্রী। জানা গেছে, আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি। এই ছবির মধ্যে দিয়ে অভিষেক হচ্ছে অপু-বাপ্পী জুটির।

ছবির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এ বিষয়ে দেবাশীষ বিশ্বাস বলেন, ঈদের সময় দর্শক বিনোদনমূলক ছবি দেখতে চায়। আমি এই ছবির মধ্যে দর্শকদের পূর্ণ বিনোদন দেব। আসন্ন ঈদে ছবিটি মুক্তি দিতে পারছি না তবে ঈদুল আজহার জন্য ছবিটি প্রস্তুত করছি। ছবিতে দর্শক বিনোদনের পাশাপাশি পাবেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটি। প্রায় সত্তরটি ছবিতে আমরা অপুকে দেখেছি শাকিব খানের সঙ্গে। এই প্রথম বাপ্পী চৌধুরীর সঙ্গে দর্শক তাকে দেখতে পাবেন। আশা করি, ছবিটি সবার পছন্দ হবে।

দেবাশীষ বিশ্বাস আরো বলেন, আমি গল্পনির্ভর ও সময়োপযোগী চলচ্চিত্র নির্মাণ করতে চেষ্টা করি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি নিয়ে আমি আশাবাদী। চলতি সপ্তাহে আমরা ডাবিংয়ের কাজ শেষ করব। আগামী মাসে ছবির গানের শুটিং শেষ করব। রোজার মধ্যে ছবিটি সেন্সরে জমা দিতে পারব বলে আশা করছি।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। দীর্ঘ ১৭ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ করছেন। ২০০১ সালে দেবাশীষ পরিচালিত, রিয়াজ-শাবনূর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পেয়েছিল।

২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র শুরু করেন অপু বিশ্বাস। শাকিব খানের বিপরীতে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান। শাকিব খানের বিপরীতে প্রায় ৭০টি ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। গত বছর ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের শেষ ছবি ‘পাংকু জামাই’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads