মোঃ ইকবাল (১৫)

দুর্ঘটনা

পরশুরামে ট্রলি উল্টে হেলপার নিহত

  • পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০১৮

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে পাওয়ার ট্রলি উল্টে গিয়ে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তালবাড়িয়া সড়কে চলন্ত অবস্থায় ট্রলি উল্টে এ দূর্ঘটনা ঘটে। ট্রলির ড্রাইভার মামুন দুর্ঘটনার পরপর পালিয়ে যায়।

নিহতের নাম মোঃ ইকবাল (১৫)। সে একই ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো: ইউনুসের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালবাড়িয়া সড়কে চলন্ত অবস্থায় ট্রলিটি উল্টে যায়। এসময় হেলপার ইকবাল ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রলির ধাক্কায় ইকরাম নামে এক পথচারী আহত হয়েছে। তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads