পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপরে

ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগ

পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপরে

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০১৯

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড সুত্র এ তথ্য নিশ্চিত করে।

এদিকে পদ্মার পানি হুহু করতে বাড়তে থাকায় নদী তীরবর্তী নতুন নতুন এলাকা ও ফসলি জমি বন্যার পনিতে প্লাবিত হচ্ছে। সেই সাথে উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।

রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পানি বৃদ্ধির সাথে অনেক স্থানে ভাঙ্গন দেখা দেওয়ায় ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে ওই সব স্থানে জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads