পঞ্চগড়ে নতুন বিদ্যুত সংযোগ, আলোকিত হলো প্রায় ৪০০ পরিবার

ছবি : বাংলাদেশের খবর

বিদ্যুৎ ও জ্বালানি

পঞ্চগড়ে নতুন বিদ্যুত সংযোগ, আলোকিত হলো প্রায় ৪০০ পরিবার

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ২০ সেপ্টেম্বর, ২০২০

শেখ হাসিনার উদ্দ্যেগ, ঘরে ঘরে বিদ্যুত” প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ১০নং গড়িনাবাড়ী ইউনিয়নে প্রত্যন্ত পল্লীতে গতকাল শনিবার সন্ধ্যায় বিদ্যুতের আলোয় আলোকিত হলো বোদাপাড়া, মিস্ত্রিপাড়া, বজরাপাড়া ও গোলামুপাড়া ৩ শত ৭২ টি পরিবার। ৫০ লক্ষ ৩৯ হাজার ব্যয়ে প্রায় ৫ কিঃমিঃ বিদ্যুত সংযোগ দেওয়া হয়।

বোদাপাড়া গ্রামের বিদ্যুত সুবিধাভোগী গ্রাহক জাহাঙ্গীর বলেন, আমরা কোনদিন কল্পনা করিনি আমাদের গ্রামে বিদ্যুত পাব। আজ বিদ্যুতের সংযোগ পেয়ে আমরা খুবই খুশি।

গড়িনাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জনাব, আলতামাস হুসাইন (লেলিন) বলেন, আমাদের মত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুত সংযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন। আজ এই বিদ্যুতায়ন উদ্বোধনের দিনে গ্রাম গুলোতে ঈদের উৎসবের মত আনন্দ বিরাজ করছে।

পঞ্চগড় জোনাল অফিস, ঠাকুরগাঁও পবিস এর ডেপুটি জেনারেল ম্যানেরজার মোঃ মেহেদী হাসান বলেন, বিদ্যুতের সুবিধা অসুবিধা দুটোই আছে। সাবধানতার সহিত বিদ্যুত ব্যবহার করবেন এবং বিদ্যুত ব্যবহারে সাশ্রয়ী হবেন।

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জনাব মোজাহারুল হক প্রধান বলেন, পঞ্চগড় সদর উপজেলা আজ থেকে শত ভাগ বিদ্যুতায়িত হল। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দ্যেগে দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে যাচ্ছে।

শুভ বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুড়া ইউ.পি চেয়ারম্যান বাবুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুবেন শর্মা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজ প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads