একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে এটি এখনো জানে না নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বিদেশে থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ শেষে এ বিষয়ে কমিশন বৈঠক ডাকা হবে। তবে মাহবুব তালুকদার দেশে ফেরার পরই এই বৈঠক হবে। সবাই মিলে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
এ সময় ইসি সচিব চলতি সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) না উঠলে অধ্যাদেশের মাধ্যমেও এটি পাস করা হতে পারে বলে জানান। সচিব বলেন, অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হলে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটি পাস করা হবে। তবে আমরা আশাবাদী চলতি সংসদেই এটি উঠবে।
জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বিধান যুক্ত করে আরপিও সংশোধনের সুপারিশ করেছে ইসি। আরপিও সংশোধন না হলেও ইতোমধ্যে ইভিএম ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সময়ে তফসিল ও নির্বাচন হচ্ছে কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, তফসিল কবে হবে বা কবে নির্বাচন হবে এগুলো নিয়ে আলোচনা হয়নি। ১ নভেম্বর বিকাল ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। তারপর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।
অপর প্রশ্নের জবাবে সচিব বলেন, রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকেন। ৪ তারিখে কমিশন সভায় বসবে কি না এটা এখনো ঠিক হয়নি। ১ তারিখে আমরা জানতে পারব কবে বৈঠকে হবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনই বলা যাচ্ছে না। ফলে তফসিল ও নির্বাচনের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানান ইসি সচিব।