নির্বাচনের কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

জাতীয়

নির্বাচনের কারণে এবার বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হচ্ছে না।  বিজয় দিবস উপলক্ষে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমন তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সামনে থাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠানটি এবার হবে না। তবে সারা দেশে সব ধরনের প্রোগ্রাম হবে।

প্রতি বছর বিজয় দিবসে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ১৬ ডিসেম্বর ভোরে রাষ্ট্রপতি ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা জাতীয় স্মৃতিসৌধে যাবেন।

নির্বাচন সামনে রেখে বিজয় দিবসে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিজয় উৎসব বাঙালিদের উৎসব। এখানে কিছু হবে বলে আমি মনে করি না। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।”

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads