মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সব সময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা এই নির্বাচন আসলে এক হয়ে যায়, আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশ গ্রহণ করে না এবং নির্বাচন যেনো না হয় তার জন্য তারা হইচই করতে থাকে।
শনিবার (১০ জুন) দুপুরে ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বৈন্যা-কুশুরা পুলিশ ক্যম্পের উদ্বোধন ও মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশ এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এখন নির্বাচন আসলেই অনেক স্রোত কাউন্টার স্রোত আসে। যারা গণত্রন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না৷ তাই এই কাজগুলো করে।
জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সব সময় বাইতুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠান করতো। জামায়েতকে এবার বলে দেওয়া হয়েছে বায়তুল মোকারমের ওই জায়গায় সমাবেশ করলে একটি জানজটের সৃষ্টি হয়। তাই তাদের কে বলা হয়েছে যেনো অন্য কোনো ভেন্যুতে যায়। সেই জন্যই তারা নতুন ভেন্যুতে গিয়েছে।