নিরাপদ সড়ক দিবসেই মৃত্যুর দীর্ঘ মিছিল

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সিএনজি

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

নিরাপদ সড়ক দিবসেই মৃত্যুর দীর্ঘ মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ অক্টোবর, ২০১৮

নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে কয়েক দিন আগেই উত্তাল হয়ে ওঠে দেশ। বেপরোয়া এক চালকের বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় রাজধানীতে শুরু হওয়া আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই আন্দোলনের মধ্যেই মন্ত্রিসভা ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর খসড়া অনুমোদন দেয়। ইতোমধ্যে সে আইন সংসদে পাসও হয়েছে। পাশাপাশি সরকারের নানা মহল থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে দেওয়া হয় নানা আশ্বাস, নেওয়া হয় নানা উদ্যোগ। কিন্তু সেই আইন, আশ্বাস কিংবা উদ্যোগ ‘কাজীর গোয়ালের গরু’ হয়ে রয়েছে এখনো। সড়কে এখনো ফেরেনি শৃঙ্খলা, থামেনি মৃত্যুর মিছিল। বেখেয়ালি চালকের বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ যাচ্ছে কোমলমতি শিশুর, দুই বাসের চাপায় চ্যাপ্টা হয়ে অকালে ঝরছে টগবগে যুবকের তাজা প্রাণ। গতকাল ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালনের দিনেও শিশু-বৃদ্ধাসহ ১৫টির বেশি প্রাণ ঝরেছে সড়কে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসের প্রতিদিন গড়ে ১১টি করে প্রাণ ঝরেছে সড়কে। সংস্থাটির হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে ২ হাজার ৩৪৮টি দুর্ঘটনায় ২ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্ঘটনার পেছনে যাত্রী, পথচারীদের সচেতনতার অভাব থাকলেও মূল দায় পরিবহন শ্রমিকদেরই। ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় তাদের যেসব সংগঠন চলে সেগুলোই নিরাপদ সড়ক নিশ্চিতের প্রধান অন্তরায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে গাফিলতির অভিযোগও আছে তাদের। সংস্থাটির হিসাব মতে যেখানে দেশে ৩৫ লাখের বেশি পরিবহন রয়েছে সেখানে লাইসেন্সধারী চালকের সংখ্যা মাত্র ১৯ লাখ। এই হিসাবে ১৬ লাখ গাড়িই চলছে অদক্ষ ও অপেশাদার চালক দিয়ে। এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং এছাড়া দুর্ঘটনায় জড়িতদের সাজা না হওয়ার কারণেই পরিবহন শ্রমকিরা বেপরোয়া হয়ে উঠছে। হরহামেশাই তারা জিম্মি করছে দেশবাসীকে। ঘটাচ্ছে পরোক্ষ হত্যাকাণ্ড।

গতকাল সোমবার নানা আয়োজনে যখন জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় তার আগের রাতেই রাজধানীর মোহাম্মদপুরে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া এক শিশু পিকআপ চাপায় প্রাণ হারায়। যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় চ্যাপ্টা হয়ে প্রাণ হারান দুই যুবক। একই দিন চাঁদপুরে বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। কুষ্টিয়ায় ট্রাকচাপায় বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেছে একই দুর্ঘটনায় আহত তার শিশুপুত্র। ময়মনসিংহ ও বান্দরবানে প্রাণ গেছে চার মোটরসাইকেল আরোহীর। বরগুনা, নেত্রকোনা, ভোলা ও আশুলিয়ায় মারা গেছেন আরো চারজন।

বাংলাদেশের খবরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-  

রাজধানী : যাত্রাবাড়ীতে গতকাল সোমবার দুই বাসের চাপায় সেলিম মিয়া (২২) ও জুয়েল (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দুর্ঘটনার পর ‘ট্রান্স সিলভা’ পরিবহনের দুটি বাস জব্দ ও এক চালককে আটক করা হয়েছে।

এছাড়া বিকালে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনের রাস্তায় বাসের  ধাক্কায় মোর্শেদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার নাতনি তাসফিয়া (৫)। মোর্শেদা কুমিল্লা  জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের কবির আহম্মদের স্ত্রী। তার  ছেলে মহিউদ্দিন সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু : রাজধানীতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে পিকআপ চাপায় প্রাণ গেছে এক বছরের শিশু নাবিলার। গত রোববার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শিশুকন্যা নাবিলাকে নিয়ে কেনাকাটা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিকশাযোগে নিউমার্কেট থেকে আদাবরের বাসায় ফিরছিলেন মা। রিকশাটি রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানা সংলগ্ন সিটি হাসপাতালের রাস্তা ক্রস করার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে দ্রুতবেগে আসা ওই পিকআপটি শিশুটিকে চাপা দেয়।  শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে সে মারা যায়।

চাঁদপুর : জেলার হাজীগঞ্জের বাকিলা গোঘরা গ্রামে গতকাল সোমবার ভোরে একটি ট্রাক সিএনজি অটোকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেটির ওপর দিয়ে চলে গেছে। এতে করে সিএনজির পেছনের সিটে বসা পিতা-পুত্রসহ একই এলাকার তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের এলেম হোসেন (৪৫), তার একমাত্র ছেলে মো. একরাম হোসেন (২৭) ও একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজীবাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে আবু সুফিয়ান (৩৬)। নিহতরা সবাই চাঁদপুরে যাচ্ছিলেন।

ময়মনসিংহ : জেলার মুক্তাগাছার তারাকান্দি চড়াঘাটি এলাকায় গতকাল সোমবার সকালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। তাদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মুক্তাগাছা উপজেলার দাওগাঁও এলাকার ফারুক মিয়া। 

বরগুনা : জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামে গত রোববার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সামছুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত হামেজ উদ্দিনের ছেলে।

নেত্রকোনা : জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী  গ্রামে  গতকাল সোমবার বেলা ১২টায় অটোরিকশার ধাক্কায় হাফছা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি আটপাড়া উপজেলার তেলিগাতী বরটেংগা গ্রামের সুবহান তালুকদারের মেয়ে।

বান্দরবান : শহরের অদূরে লালব্রিজ এলাকায় গত রোববার রাত সাড়ে ৯টায় ট্রাকচাপায় দুইজন মারা গেছেন। তারা হলেন বাইক চালক সুমন তনচংগ্যা (২২) ও আরোহী বনফুল তনচংগ্য (১৯)।

কুষ্টিয়া : জেলার মহিষগাড়ি এলাকায় গত রোববার দুপুরে  ট্রাকচাপায় সুজন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় আহত তার ছয় বছরের ছেলে ইয়াসিন রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। বাবা ও ছেলের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোলা : জেলার লালমোহনে বাসের চাপায় হাসনাইন (৩৫) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী মারা গেছেন। গতকাল সোমবার বিকালে লালমোহন উপজেলার সাদাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসনাইন স্থানীয় তালতলী গ্রামের শাহে আলমের ছেলে।

আশুলিয়া : ঢাকার আশুলিয়ার আবদুল্লাহপুর এলাকায় গতকাল সোমবার সকালে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রিকশার চালক রুবেল হোসেন নিহত হয়েছেন। রুবেলের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads