নিবন্ধন ছাড়া সার উৎপাদন, আমদানি ও ব্যবসার কারণে কঠিন শাস্তির বিধান রেখে ‘সার ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০১৮’-এ সম্মতি দিয়েছে মন্ত্রিপরিষদ। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভায় এ সম্মতি দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, নতুন এই আইন অনুযায়ী কৃষি সচিবকে চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিকে সদস্য করে ১৭ সদস্যবিশিষ্ট ‘ন্যাশনাল ফার্টিলাইজার স্ট্যান্ডারডাইজেশন কমিটি’ গঠন করা হবে। কমিটি সারের গুণগত মানের প্রতি দৃষ্টি রাখবে। নতুন আইনে রেজিস্ট্রেশন ছাড়া সার উৎপাদন, আমদানি, ব্যবসা ও সার মজুতের কারণে দুই বছরের শাস্তি ও ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধানের কথা বলা হয়েছে। বর্তমান আইনে যা ৬ মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
নারী ক্রিকেটারদের অভিনন্দন : শফিউল আলম জানান, গত ১০ জুন মালয়েশিয়ায় অনুষ্ঠিত সপ্তম এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া এবং এর মাধ্যমে দেশের জন্য এ ধরনের প্রথম আন্তর্জাতিক সম্মান অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানায় মন্ত্রিসভা। বাসস