ছবি: ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

নিজস্ব চিপ বানাতে কর্মী নিয়োগ দেবে ফেসবুক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল, ২০১৮

ইন্টেল, কোয়ালকমের মতো নিজস্ব চিপ বানাতে যাচ্ছে ফেসবুক। আর তাই চিপ তৈরির জন্য জনবল নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ফেসবুক।

নিয়োগের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা ও নিয়োগ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যম ব্লুমবার্গ গত বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গের এ প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমটি একজন ব্যবস্থাপক নিয়োগ করতে চাচ্ছে, যিনি এন্ড-টু-এন্ড সিস্টেম অন চিপ (এসওসি) বা অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট (এএসআইসি) ফার্মওয়্যার এবং ড্রাইভার নিয়ে কাজ করতে পারবেন।

ফেসবুকের দেওয়া এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফেসবুকের অবকাঠামো দলে যোগদানের জন্য সিলিকন ডিজাইন প্রকৌশলীও নিয়োগ দেওয়া হবে, যারা সেমি কাস্টম এবং ফুল কাস্টম এএসআইসি ডিজাইন এবং নির্মাণে অভিজ্ঞ। একই সঙ্গে প্রার্থীকে সফটওয়্যার ও সিস্টেম ইঞ্জিনিয়ারের সঙ্গে কাজ করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ভিডিও এনকোডিংয়ের জন্য কাস্টম সলিউশন তৈরি করতে হবে। এই পদে আগ্রহী প্রার্থীদেরকে ফেসবুকের মেনলো পার্ক অফিসে যোগ দিতে হবে বলেও জানানো হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।

তবে ফেসবুকের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে এখনোই নিশ্চিত হওয়া যাচ্ছে না ফেসবুকের ডিজাইন করা এই চিপগুলো ঠিক কী কাজে ব্যবহার করা হবে। এমনকি এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads