করোনায় দেশে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হলেও প্রবাসে কয়েকগুণ বেশি বাংলাদেশি মারা গেছেন।
নিউ ইয়র্কে করোনায় বিশ্বের যেকোন শহরের চেয়ে বেশি মৃত্যু হচ্ছে। নিউ ইয়র্কে নতুন করে ৩ জনসহ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১৫৭ বাংলাদেশি। দেশটিতে আক্রান্ত হয়েছে ২৯ হাজারের বেশি প্রবাসী।
শুক্রবার নিউইয়র্কে ৩ বাংলাদেশি মারা যান। ৩০ দিনে নিউইয়র্কে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১৪৩ বাংলাদেশির। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃত্যর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে এবং ভার্জিনিয়ায় মৃতের সংখ্যা এখন ২ জন। আর নিউজার্সিতে ৬ জন ও মেরিল্যান্ডে একজন বাংলাদেশি মারা গেছেন।
এদিকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া সৌদি আরবে করোনা ভাইরাসে ১৭ বাংলাদেশি মারা গেছেন। এখন পর্যন্ত কাতারে মারা গেছেন ৩ বাংলাদেশি। আক্রান্ত হয়েছেন ৫ শতাধিক বাংলাদেশি। এদিকে সিঙ্গাপুরে আক্রান্ত হয়েছে দেড় হাজারের বেশি বাংলাদেশি।