নিউটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ফরিদগঞ্জে আটক

নিউটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কাজী ইসমাইল হোসেন আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নিউটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ফরিদগঞ্জে আটক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অগাস্ট, ২০১৮

ঢাকা সিটি কর্পোরেশনের মিরপুর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও ছাত্রদল নেতা সাইদুর রহমান নিউটন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কাজী ইসমাইল হোসেনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষেরবন্দ গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, ২০০২ সালে ঢাকায় তৎকালিন ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান নিউটন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এই ঘটনায় ধানমন্ডি থানায় দায়েরকৃত মামলায় আদালত ৭জন আসামীর মধ্যে ৫ জনকে মৃত্যুদ- ও ২জনকে যাবৎজ্জীবন সাজা প্রদাণ করে। মামলা চলমান অবস্থায় জামিন নিয়ে মামলার ৭নং আসামী কাজী ইসমাইল হোসেন বাইরাইনে চলে যায়।

দীর্ঘদিন প্রবাস জীবন কাটানোর পর গত এক সপ্তাহ আগে সে দেশে ফিরে নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষেরবন্দ গ্রামে আসে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার তাকে আটক করে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads