অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডে মসজিদে হামলার দায় স্বীকার টারান্টের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৬ মার্চ, ২০২০

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দুই মসজিদে মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ৫১ জনকে হত্যার অভিযোগ আদালতে স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার যুবক ব্রেন্টন টারান্ট।

বৃহস্পতিবার (২৬শে মার্চ) হাইকোর্টে একটি আদালতের শুনানিতে হামলার দায় স্বীকার করেন টারান্ট। এছাড়া আরও ৪০ জনকে হত্যাচেষ্টার অভিযোগও স্বীকার করেছে সে।

করোনভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশটিতে লকডাউন থাকায় অভিযুক্ত টারান্ট ও তার আইনজীবীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হন।

গত বছরের ১৫ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ চলার সময় দু'টি মসজিদে হামলা চালায় ব্রেন্টন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করে ভিডিও শেয়ার করে সে। সে সময় সেখানেই ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ভাগ্যক্রমে হামলা থেকে প্রাণে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads