নিউজল্যান্ডে তৃতীয় টেস্ট বাতিল

অনুশীলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ক্রাইস্টচার্চ হামলা

নিউজল্যান্ডে তৃতীয় টেস্ট বাতিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে এলোপাতাড়ি গুলিতে ব্যাপক হতাহতের পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচটি বাতিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলার ঘটনায় একটি বাংলাদেশের ক্রিকেট দলের কিচু সদস্য সেোনে উপস্থিত ছিলেন। তবে তারা নিরাপদে হোটেলে ফিরে আসতে সক্ষম হয়েছেন।

তবে আগামীকাল শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠে তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা তাকলেও এসন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

খেলা শুরুর একদিন আগে আজ শুক্রবার জুমা নামাজের আগ মুহূর্তে ক্রাইস্টচার্চসহ নিউজিল্যান্ডের তিনটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের পর দুই বোর্ডের মিলিত সিদ্ধান্তে হাগলি ওভাল টেস্ট বাতিল ঘোষণা করা হয়।

আল নূর মসজিদে যখন এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটছে, তখন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল মসজিদের ভেতরেই ছিল।

দিনটিকে অন্ধকারাচ্ছন্ন আখ্যায়িত করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আরডান হতাহতদের পরিবারের প্রতি এবং নিউজিল্যান্ডের সকল নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়েছেন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads