নিউইয়র্কের পাতালরেল থেকে গৃহহীনদের সরিয়ে নেওয়ার নির্দেশ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

নিউইয়র্কের পাতালরেল থেকে গৃহহীনদের সরিয়ে নেওয়ার নির্দেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মে, ২০২০

নিউইয়র্কের পাতালরেলে আশ্রয় নেওয়া গৃহীনদের সরিয়ে যথোপযুক্ত স্থানে নিয়ে যেতে সাবওয়ে কর্তৃপক্ষ, নিউইয়র্কের ট্রানজিট পুলিশ ও নগরের সমাজসেবার কাজে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

এ ছাড়া পাতালরেলের প্রতিটি কামরা রাতে জীবাণুনাশক দিয়ে পরিস্কার করে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের নিরাপদ যাত্রার জন্য তৈরী করতে এমটিএ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন গভর্নর।

নিউইয়র্ক সিটি ট্রানজিটের প্রেসিডেন্ট সারাহ ফিনবার্গ বলেন, সাবওয়ের নিয়মিত যাত্রীরা প্রতিদিন এমন রেলে যাতায়াত করতে রাজি নয়। কারণ ইতিমধ্যে রেলের কামরাগুলো গৃহহীনদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

এ ব্যাপারে মেয়র বিল ডি ব্লাজিওর নজর না দেওয়ার অভিযোগ আনেন তিনি। নগরীর হাজারো যাত্রী এই মুহূর্তে নিরাপদ ও ভালো পরিবহন ব্যবস্থা পাওয়ার প্রত্যাশা করছে বলে সারাহ ফিনবার্গ উল্লেখ করেন।

এদিকে রেলের বর্তমান এই অস্বাস্থ্যকর অবস্থা থেকে পরিত্রাণের আশায় নগরীর প্রধান প্রধান ১০টি স্টেশন মধ্যরাতে থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মেয়র বিল ডি ব্লাজিও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads