না জেনে নারায়ণগঞ্জ

অভিনেত্রী অর্ষা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

না জেনে নারায়ণগঞ্জ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১ জুন, ২০১৮

শিশুসাহিত্যিক ও টিভিব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে এবার নির্মিত হয়েছে ‘না জেনে নারায়ণগঞ্জ’। বরাবরের মতো সিরিজটি নির্মাণের পাশাপাশি এবারো ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। ৮ পর্বের এ সিরিজে আরো অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ।

নানা ধরনের নাটকীয় ঢঙে কথাগুলো বলে ভদ্রলোক থামলেন। মাথায় ঝাঁকড়া চুল। নাকের ওপর গোল ফ্রেমের চমশা। ধবধবে সাদা ফতুয়া। এগুলো দেখলে কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে লোকটা বিজ্ঞানী।

ইন্সপেক্টর শহীদ চৌধুরী। বুকের মধ্যে লেখা শুধু চৌধুরী। এ ধরনের নাম দেখলে প্রথমেই মনে হয়- নামের প্রথম অংশ কেন বুকের মধ্যে লেখা থাকবে না? আর এই প্রশ্নটার সামনে বোধহয় ইন্সপেক্টর শহীদ চৌধুরীকে পড়তে হয়েছে বহুবার।

ছোটকাকু বসে আছেন যে চেয়ারটায় সেটা উল্লেখ করে বলার মতো কিছু নয়। কিন্তু সামনের টেবিলের ওপর অনেকগুলো কাচের ছোট শিশি রাখা। ছোটকাকু হয়তো এর মধ্যেই খুঁজে বেড়াচ্ছেন কোনো রহস্য। ফারুক সারা রাত ব্যাপারটা নিয়ে ভেবেছেন।

এ ধরনের ছোট ছোট ইট লালবাগের কেল্লায় দেখা যায়। লাল রঙের এই ইট দেখলেই বোঝা যায় মোগল আমলের স্থাপত্য। ছোটকাকু দড়ি আর পিস্তলের কথা বলতেই শরিফ সিঙ্গাপুরি ইতস্তত করছেন।

ছোটকাকু এমন একটা কিছু করবেন যাতে এই দড়িটা সাপের ফণার মতো লকলক করে ফুঁসে উঠবে। এ রকম নানা রহস্য-রোমাঞ্চের মধ্য দিয়ে এগিয়ে যাবে এবারের ছোটকাকু সিরিজের ‘না জেনে নারায়ণগঞ্জ’-এর ঘটনাপ্রবাহ। চ্যানেল আইয়ে প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads