নারীকে গাছে বেঁধে নির্যাতন পুলিশের সোর্সের

টাকা চুরির সন্দেহে আাঁকা বেগমকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ছবি : বাংলাদেশের খবর

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

নারীকে গাছে বেঁধে নির্যাতন পুলিশের সোর্সের

  • নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • প্রকাশিত ৬ জুলাই, ২০১৮

নরসিংদীতে টাকা চুরির সন্দেহে আঁকা বেগম (২৭) নামে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন পুলিশের এক নারী সোর্স। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চরমাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, চরমাধবদী এলাকার আবুল হোসেনের স্ত্রী রিনা বেগম (পুলিশের সোর্স) টাকা চুরির অপরাধে সকালে আঁকা বেগমকে রাস্তার পাশে গাবগাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা করেন। এ সময় শত শত লোক সেখানে জড়ো হয়। টাকা চুরি করলে ওই নারীকে আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন অনেকে। তবে রিনা কারো কথা না শুনে নির্যাতন চালাতে থাকেন। অবশেষে বিকাল সাড়ে ৪টার দিকে নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লা আল মামুনের হস্তক্ষেপে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী আঁকা বেগম চুরির অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। মাধাবদী থানার ওসি মো. ইলিয়াছ জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে মামলা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads