নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বাইতুস সালাত জামে মসজিদে ৬টি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে আনা হয়েছে। এদের কয়েকজনের অবস্থা বেশ সংকটজনক বলে বর্ণনা করা হচ্ছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে মসজিদের এয়ার কন্ডিশনারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর মসজিদে আগুন ধরে যায়।
এশার নামাজ পড়ার জন্য মসজিদে রাতে শতাধিক মুসল্লি এসেছিলেন। নামাজ শেষে এদের অনেকে তখনো মসজিদেই ছিলেন। ঠিক তখনই বিস্ফোরণ হয়।
কী কারণে বিস্ফোরণটি ঘটে তা এখনো স্পষ্ট নয়।
গুরুতর অগ্নিদগ্ধ ৩৭ জনকে জরুরী ভিত্তিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করা হয়েছে।