জেলার সিদ্ধিরগঞ্জের তেল ব্যবসায়ী মওদুদ আহম্মদ শাওন (২৪) হত্যা মামলার রায়ে তার দুই বন্ধুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের চার বছর পর সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক রবিউল আউয়াল এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মোশারফ মেম্বারের ছেলে সাজ্জাদ হোসেন বাসু (৩০) ও সোনারগাঁ পোরাব এলাকার নজরুল ইসলাম ভূঁইয়ার ছেলে রাকিব হোসেন বাবুল ওরফে বাবু। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিল সাজ্জাদ। রাকিব ঘটনার পর থেকেই পলাতক। নিহত শাওন সিদ্ধিরগঞ্জের গোদনাইল মণ্ডলপাড়া এসও রোড এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। তিনি তেল ব্যবসায়ী ছিলেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মাকসুদা আহমেদ জানান, তিন কারণে শাওনকে হত্যা করে তার ওই দুই বন্ধু। তেল ব্যবসাকে কেন্দ্র করে সাজ্জাদের কাছে শাওনের ২ লাখ টাকা পাওনা ছিল। একটি মেয়েকে পলাতক আসামি রাকিব ভালোবাসত, কিন্তু ওই মেয়েকে শাওন তার চাচাতো ভাই আকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কারণে রাকিব প্রেমে ব্যর্থ হয়। এছাড়া শাওনের বন্ধু সোহেল মিয়া আসামি সাজ্জাদের কাছে ৫ লাখ ৩০ হাজার টাকা পেত। ওই টাকার সাক্ষীও ছিল শাওন।
পিপি মাকসুদা আহমেদ জানান, ২০১৪ সালের ৯ জুলাই সন্ধ্যায় ছোটবেলার বন্ধু সাজ্জাদ ও রাকিব টাকা দেওয়ার কথা বলে শাওনকে সোনারগাঁয়ের দলরদী গ্রামে নিয়ে যায়। সেখানে ফেনসিডিলে ঘুমের ওষুধ মিশিয়ে শাওনকে খাওয়ায়। কিছুক্ষণ পর শাওন অচেতন হয়ে পড়েন। সাজ্জাদ ও রাকিব শাওনকে ধইঞ্চা খেতে নিয়ে গলা কেটে হত্যা করে।
পরে পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ সাজ্জাদকে গ্রেফতার করলেও রাকিব এখনো পলাতক। নিহতের বাবা নাসির উদ্দিন বলেন, এ রায়ে তার পরিবার সন্তুষ্ট।