দর্শকপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। দুই পর্দাতেই সমানতালে প্রশংসিত তিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করা তার নেশা হয়ে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জিং চরিত্রগুলোর জন্য নির্মাতাদের কাছে বেশ আস্থা তৈরি করেছেন। এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজলক্ষ্মী হয়ে বড়পর্দায় আসছেন এ অভিনেত্রী। শরৎচন্দ্রের জনপ্রিয় চরিত্রগুলো নিয়ে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিটি নির্মাণ করছেন নির্মাতা আরিফুর জামান।
রাজলক্ষ্মী চরিত্রটি কীভাবে মূল্যায়ন করবেন? মৌসুমী হামিদ বলেন, ‘ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ এটির কনসেপ্ট খুবই ইউনিক। আমাকে পুরোপুরি শরৎচন্দ্রের রাজলক্ষ্মী হতে হচ্ছে না। বলা যায়, ওই রাজলক্ষ্মীর অংশ বিশেষ নিয়ে গড়ে উঠেছে আমার চরিত্রটি। আপনি বুঝতেই পারবেন না একটি দৃশ্যর পরের দৃশ্য কী হতে যাচ্ছে।’
ঈদ ব্যস্ততার মধ্যে সম্প্রতি শেষ করেছেন ‘কমলার বনবাস’ নাটকটি। তিনি বলেন, ‘এতে আমার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। কমলা নামে একটি মেয়ে হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া এবং সর্বশেষ নিজে নিজেকে বনবাস দেওয়া এরকম একটি গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।’ ক্যারিয়ারের প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে এক কথায় জানিয়ে দেন ‘আমার নামটাই আমার প্রাপ্তি’।